× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবজাতক নাতিকে দেখতে এসে প্রাণ গেল দাদির

রংপুর ব্যুরো

১৯ মার্চ ২০২৩, ১৯:৪৯ পিএম

রংপুর মহানগরীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবিলত অ্যাম্বুলন্সেটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। 

রোববার (১৯ মার্চ) বিকেল চারটার দিকে মহানগরীর আরকে রোডে ঢাকা-রংপুর মহাসড়কের মেঘনা ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মমতাজ বেগমের (৫৫) বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর গ্রামে। তাঁর স্বামী উমর আলী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান। 

পুলিশ জানায়, নিহত মমতাজ তাঁর ছেলের স্ত্রীর সদ্য জন্ম নেওয়া নবজাতককে (নাতি) হাসপাতালে দেখতে এসে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে আরকে রোডে রংপুর-ঢাকা মহাসড়কের মেঘনা ক্লিনিকের সামনে ইউটার্ন নেওয়ার সময় একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স মোটরসাইকেলকে ধাক্কা দিলে গাড়ির পেছনে বসা মমতাজ বেগম ছিটকে পড়ে যায়। স্থানীয় জনগণ তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক রোকনুজ্জামান সিয়াম (২০)। 

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান বলেন, এ ঘটনায় দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক পলাতক হলেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.