গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন চালু করা হয়েছে।
গত ১৯ মার্চ সিজারের মধ্যে দিয়ে অপারেশন চালু করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল ফাত্তাহ। এতে সহযোগিতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুভি সুলতানা সহ হাসপাতালের সকল ডাক্তার ও নার্সগণ। সিজারিয়ান নারী ও সন্তান বর্তমানে সুস্থ্য রয়েছে।
হাসপাতাল সুত্রে জানা গেছে, দীর্ঘ ১০ বছর ধরে অপারেশনের জন্য যাবতীয় উপকরণ প্রস্তুত থাকলেও এনেসথেসিয়া ডাক্তার ও উপকরনের অভাবে অপারেশন চালু করা সম্ভব হয়নি। একারণে অপারেশন বন্ধ ছিলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রচেষ্টায় অপারেশন চালু করা হয়েছে।