চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী কাজী মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সংবাদ সারাবেলা পরিবার। তিনি সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং বিল্ডেক্স নিট কম্পোজিট লিমিটেড ও মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
সোমবার সন্ধ্যায় রাজধানীর কাটাবনে সংবাদ সারাবেলা কার্যালয়ে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির সম্পাদক আব্দুল মজিদ। সংবাদ সারাবেলা পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় প্রতিষ্ঠানটির প্রকাশক কাজী আবু জাফর, বার্তা সম্পাদক সিকান্দার ফয়েজ, বিশেষ প্রতিনিধি শাহনাজ পারভীন এলিস, বিশেষ প্রতিনিধি সিফাত নুসরাত, সিনিয়র সাংবাদিক আব্দুল হালিম, আবুল কালাম আজাদসহ বিভিন্ন বিভাগের সাংবাদিক ও কর্মরতরা উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, কাজী মিজানুর রহমান গত ১৬ মার্চ অনুষ্ঠিত মোহনপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে অটোরিকশা প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে অংশ নেন। ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারী নৌকা প্রতীকের প্রার্থীসহ আট প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে তিনি জয়লাভ করেন।