× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাধবপুরে টাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

২০ মার্চ ২০২৩, ২৩:৫৮ পিএম

হবিগঞ্জের মাধবপুরে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে সাদিয়া (১০) নামে ৫ম শ্রেণীর এক ছাত্রী টাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে।

এ ঘটনায় বাবা আব্দুল কাইয়ুম গুরুত্বর আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি। সোমবার দুপুরে উপজেলার মাধবপুর-নাসিরনগর সড়কের আদাঐর গ্রামের নিকট বাবা সঙ্গে মায়ের স্কুটি যোগে নিজ বাড়িতে ফেরার সময় এঘটনা ঘটে।
নিহত সাদিয়া মাধবপুর উপজেলার সম্পদপুর গ্রামের আব্দুল কাইয়ুম ও সংরক্ষিত নারী আসনের ইউপি সদস‍‍্য মিনারা খাতুনের  মেয়ে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আব্দুর কাইয়ুম তার মেয়ে কে নিয়ে নাসিরনগর উপজেলার ঘুনিয়াক গ্রামের শশুর বাড়ি থেকে স্কুটি যোগে বাড়ি ফিরছিলেন। আদাঐর গ্রামের নিকট আসতে পিছন থেকে আসা একটি টাক্টরের সঙ্গে ধাক্কা লাগে এতে  সাদিয়া ছিটকে পড়ে টাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা আব্দুল কাইয়ুম কে উদ্বার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপালে প্রেরণ করেন। সাদিয়ার লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.