× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেলা দেখে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

২১ মার্চ ২০২৩, ০৩:৪০ এএম

নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় পৃষ্ট হয়ে অনন্ত উরাও (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খরাইল মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত অনন্ত উপজেলার শিহাড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের হরেন উরাও এর ছেলে। সে অনন্ত শিহাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার কাঁটাবাড়ী এলাকা বার্নির মেলা দেখা শেষে একটি ভ্যানে করে বাড়ি ফিরছিল নিহত অনন্ত। পথিমধ্যে খড়াইল মোড়ে ঐ ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে সে ভ্যান থেকে নেমে ভ্যানটিকে ধাক্কা দিচ্ছিল। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ওই ভ্যানে থাকা অন্য যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.