× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপহরণ মামলায় প্রথম স্ত্রীকে ফাঁসাতে আত্মগোপনে আড়াই বছর

সিরাজগঞ্জ প্রতিনিধি

২১ মার্চ ২০২৩, ০৬:০৬ এএম

নারী নির্যাতনের মামলা থেকে বাঁচতে নিজে আত্মগোপনে থেকে মাকে দিয়ে প্রথম স্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে অপহরণ মামলা করার আড়াই বছর পর ‘উদ্ধার’ হয়েছেন ফরহাদ খলিফা (৩৫) নামে এক ব্যক্তি। সিরাজগঞ্জের বেলকুচি ‍উপজেলার গাবগাছী এলাকার মৃত শের আলী খলিফার ছেলে ফরহাদ খলিফাকে সোমবার (২০ মার্চ) গভীররাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বীরদামপাড়া থেকে ‘উদ্ধার’ করে সিআইডির একটি টিম।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির পরিদর্শক মো. ওহেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ফরহাদের মা সখিনা খাতুন বাদী হয়ে পুত্রবধূ সালমা খাতুন, তার মা ফরিদা বেগম ও ভাই মামুন খলিফাসহ অজ্ঞাতনামা আট/১০ জনকে আসামি করে বেলকুচি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এতে অভিযোগ করা হয়, ঘটনার দিন বিকেলে শ্যামগাঁতী এলাকা থেকে সালমাসহ কয়েকজন ফরহাদ খলিফাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। মামলাটি তদন্ত করে ভিকটিম উদ্ধার ছাড়াই চূড়ান্ত প্রতিবেদন দেন বেলকুচি থানার সেই সময়ের এসআই হাসানুর রহমান। পরে বাদী আদালতে নারাজি দিলে বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।  সিআইডির টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

পরিদর্শক ওহেদুজ্জামান বলেন, ফরহাদ কিশোরগঞ্জের বীরদামপাড়ার মৃত লিয়াকত আলীর মেয়ে পারভীন খাতুনকে বিয়ে করে নরসুন্দরের (নাপিত) কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম ফরহাদের নামে বেলকুচি থানায় দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতার এড়াতে এবং প্রথম স্ত্রী ও তার পরিবারকে হয়রানি করতে আত্মগোপনে থেকে মিথ্যা অপহরণ মামলা দায়ের করিয়েছেন তিনি।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.