নিখোঁজের ২৪দিন পর জেলার উজিরপুরে উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামের আকতার মিয়া ওরফে তুহিনের বাড়ির পুকুর থেকে বিধবা নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, গত ২৪ ফেব্রুয়ারী একই গ্রামের মৃত আলীম শাহ’র স্ত্রী শাহনাজ বেগম (৫৩) নিখোঁজ হন। সোমবার সন্ধ্যায় তুহিন মিয়া তার পুকুর সেচ করলে একটি সাদা প্লাষ্টিক বস্তা দেখতে পায়। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে বস্তার মধ্য থেকে নিখোঁজ শাহনাজ বেগমের গলিত লাশ উদ্ধার করা হয়।
উজিরপুর মডেল থানার ওসি মো. কামরুল হাসান জানান, বিধবা শাহনাজ বেগম নিখোঁজ হওয়ার পর তার স্বজন ইদ্রিস মিয়া গত ১ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছিলো। ওসি আরো বলেন, পুরো ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।