× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

বাগেরহাট প্রতিনিধি

২১ মার্চ ২০২৩, ০৯:৫২ এএম

বাগেরহাটের খেগড়াঘাটে বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছেন সাকিব (২০) নামের একজন বাইক আরোহী। মঙ্গলবার (২১ মার্চ ) বেলা সাড়ে তিনটার সময় বাগেরহাট জেলা সদরের ডেমা ইউনিয়নের খেগড়াঘাট ম্যাধমিক বিদ্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন বাইকে থাকা অপর আরোহী খেগড়াঘাট এলাকার মোহাম্মদ হাসমতের ছেলে বাদল ওরফে লাদেন (১৯)। নিহত সাকিব ওই এলাকার মকবুল হাওলাদারের ছেলে। সে বাগেরহাট সরকারি পিসি কলেজের অনার্স  ১ম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, বেলা সাড়ে তিনটার দিকে সাকিব ও লাদেন  বাসা থেকে মটরসাইকেল যোগে পার্শবর্তী গিলেতলা বাজারের দিকে যাচ্ছিল। খেগড়াঘাট ম্যাধমিক বিদ্যালয়ের কাছে পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক বাইকটিকে চাপা দেয়। আরোহীরা ছিটকে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক সাকিব হাওলাদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ-কে এম আজিজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.