× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম আবার ভেন্যু হচ্ছে, ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাস

বগুড়া প্রতিনিধি

২২ মার্চ ২০২৩, ০২:১৫ এএম

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আগামী সাত-আট দিনের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। 

গত সোমবার (২০মার্চ) প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এমন আভাস পেয়েছেন বলে নিশ্চিত করেছেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

সংসদ সদস্য বলেন, ‘শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যু ফিরে পেতে নিজ দায়িত্ববোধ থেকেই সংশ্লিষ্ট মহলে যোগাযোগ শুরু করি। বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামও ওপর মহলে এ ব্যাপারে জোর প্রচেষ্টা চালাচ্ছেন।’

তিনি বলেন, ‘সোমবার আমি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বগুড়ার সার্বিক অবস্থা সম্পর্কে তাকে অবহিত করি। তিনি সব কিছু শোনার পর আমাকে আশ্বস্ত করে বলেছেন, আগামী সাত-আট দিনের মধ্যে বিসিবির ভেন্যু প্রত্যাহারের সিদ্ধান্ত বদলের ব্যবস্থা করবেন। এজন্য তিনি মৌখিকভাবে বলার পাশাপাশি লিখিতভাবেও জানাবেন।’

সংসদ সদস্য রিপু বলেন, ‘শুধু বিসিবির ভেন্যু ফিরে আসাই নয়, এই মাঠে যাতে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়, সে ব্যাপারেও চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি, খুব তাড়াতাড়ি পজিটিভ কিছু জানাতে পারব।’

বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘আগামী বোর্ড মিটিংয়ে শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আমি আশাবাদী আবারও বিসিবির ভেন্যু হিসেবে ফিরবে চান্দু স্টেডিয়াম।’

উল্লেখ্য গত ২ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়ে চান্দু স্টেডিয়াম ভেন্যু বাতিলের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে অভিযোগ করা হয়, কয়েক বছর ধরেই বোর্ডের ম্যাচ আয়োজনে অসহযোগিতা করছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা। চিঠি দেওয়ার পাশাপাশি বগুড়ায় নিয়োগপ্রাপ্ত বিসিবির ১৭ কর্মকর্তা-কর্মচারীকে ক্লোজড করে মিরপুরে রিপোর্ট করতে বলা হয়। একই সঙ্গে কার্গোতে করে ঢাকায় নেওয়া হয়েছে গ্রাউন্ড রক্ষণাবেক্ষণের যন্ত্রপাতি থেকে শুরু করে ইনডোরের নেট, ম্যাট সব কিছু। ভেন্যু ও জনবল প্রত্যাহারের পর থেকেই বগুড়ায় বিভিন্ন ব্যক্তি অনশন,বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহরের সাতমাথা ও শহীদ চান্দু ষ্টেডিয়ামের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.