× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহিমাগঞ্জে কৃষক টুকু হত্যার প্রতিবাদে সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

২২ মার্চ ২০২৩, ০৩:৫০ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে ১৯৯৫ সালের ২১ মার্চ তৎকালীন বিএনপি, জামাত জোট সরকারের শাসনামলে সার নিতে গেয়ে পুলিশের গুলিতে কৃষক টুকু মিয়া হত্যার প্রতিবাদে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ মার্চ বিকেলে উপজেলা কৃষক লীগের আয়োজনে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

উপজেলা কৃষক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, কৃষিবিদ লুৎফুল বারী ওসমানী, জেলা আওয়ামী লীগের সদস্য মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান আজাদ, প্রচার সম্পাদক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোলজার রহমান, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন প্রমূখ। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.