× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝালকা‌ঠি‌তে নদীভাঙন রোধে মানববন্ধন

ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধি

২২ মার্চ ২০২৩, ০৯:২২ এএম

ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপজেলার মগড় ইউনিয়নে নদীভাঙন রো‌ধে বুধবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিয়নের ৭ নং ওয়ার্ডবাসীর আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজতান্ত্রিক (বাসদ) এর সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। 

এছাড়াও স্থানীয় বাসিন্দারা এ আয়োজনে অংশগ্রহণ করেন। এসময় তারা বলেন সুগন্ধা নদীর ভাঙ্গনে মগড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই মগড় ইউনিয়নের সুজাবাদে ঐতিহাসিক সুজাবাদের কেল্লা ছিল যার কোন চিহ্ন এখন অবশিষ্ট নেই। আমরা এলাকাবাসী সরকারের কাছে অতিদ্রুত ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান জানাই। 

প্রধান অতিথি ডা. মনীষা চক্রবর্তী বলেন, সুগন্ধা নদীর ভাঙ্গনে মানুষ নিঃস্ব হচ্ছে। সামনের বর্ষা মৌসুমে এর আকার আরও ভয়ংকর হবে। তাই ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। 

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। যার ফলে নদীর দুপাশ ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পায়। প্রশাসনের উচিত এগুলো বন্ধ করে দোষীদের শাস্তির আওতায় আনা।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.