× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীর ৫ উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি

২২ মার্চ ২০২৩, ০৯:৩০ এএম

পটুয়াখালী জেলায় সদর উপজেলাসহ ৫টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ মার্চ) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২১১টি উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন  মুক্ত ঘোষণা করেছেন। এর মধ্যে পটুয়খালী জেলায় সদর উপজেলা, মির্জাগঞ্জ উপজেলা, দুমকি উপজেলা, রাঙ্গাবালী উপজেলা ও দশমিনা উপজেলা। 

গণভবন থেকে ভার্চুয়ালে প্রধানমন্ত্রী কর্তৃক চতুর্থ পর্যায়ে প্রায় ৪০ হাজার জমি ও গৃহহীন পরিবারে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম  উদ্বোধন শেষে পটুয়াখালী সদর উপজেলার বাঁধনহারা হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পটুয়াখালী সদর উপজেলার ৬ জন জমি-গৃহহীন পরিবারের হাতে  জমি ও ঘরের চাবিসহ উপহার হস্তান্তর করেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। 

এসময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম-পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি। 

আরো ছিলেন  সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হুমায়ুন চৌধুরী, সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সুবিধাভোগী সাধারণ মানুষ।

প্রকাশ, পটুয়াখালী জেলার ৮ টি উপজেলায়  সর্বমোট  ৭,৩৫০ টি পরিবারে জমিসহ ঘর হস্তান্তর কার্যকৰম সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায়  ১,২৫২টি, মির্জাগঞৃজে ৩৭৩টি, দুমকিতে ৪২৩টি, বাউফলে ৭৪৩টি, দশমিনায় ২৬০টি, গলাচিপায় ১৪০৪টি, কলাপাড়ায় ৯৬৩টি, রাঙ্গাবালীতে ১৯৩৩টি পরিবার। 

সদর উপজেলায় ১ম পর্যায় ৩০০ টি, ২য় পর্যায় ৮৭০টি ৩য় পর্যায় ৩৬২টি ঘর হস্তান্তর করা হয়। এর মধ্যে লাউকাঠী ইউনিয়নে ১১৬ টি, বদরপুর ইউনিয়নে ৭৮টি, ইটবাড়িয়া ইউনিয়নে ২৪১টি, লোহালিয়া ইউনিয়নে ২১টি, কমলাপুর ইউনিয়নে ৭৭টি, জৈনকাঠী ইউনিয়নে ১৩০টি, কালিকাপুর ইউনিয়নে ৪৭টি, মাদারবুনিয়া ইউনিয়নে ১৪৭টি, ছোটবিঘাই ইউনিয়নে ১১১টি, মরিচবুনিয়া ইউনিয়নে ৬৪টি, আউলিয়াপুর ইউনিয়নে ১০৯টি, বড়বিঘাই ইউনিয়নে ৩৪টি, ভুরিয়া ইউনিয়নে ৫৫টি ও পটুয়াখালী পৌরসভায় ২২টি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.