× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগাতিপাড়ার সেই প্রতারক এমদাদুল কারাগারে

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

২৩ মার্চ ২০২৩, ০২:২৭ এএম

নাটোরের বাগাতিপাড়ায় সমুদ্রগামী জাহাজে চাকরি দেবার কথা বলে স্থানীয় বেশ কয়েক জনের কাছ থেকে মোট ১৫ লক্ষ টাকা ও স্বাক্ষরীত ফাঁকা স্ট্যাম্প হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এমদাদুল হক’র বিরুদ্ধে। এ অভিযোগ তুলে গত ২৫ জানুয়ারি উপজেলা প্রেসক্লাবে কনফারেন্স করেন ভুক্তভোগীরা।

এরপর গত ৫ ফেব্রুয়ারি মিজানুর রহমান ও ৭ ফেব্রæয়ারি ইমামুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করে। মামলা আমলে নিয়ে আসামী এমদাদুলের বিরুদ্ধে আটকাদেশ জারি করেন আদালত। তবে,জারির পর আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বুধবার (২২ মার্চ) সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী আব্দুল জলিল বলেন, প্রতারকের বিরুদ্ধে করা মামলা দুটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আশা করছি আমার মক্কেল সুবিচার পাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.