× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিংয়ে পুলিশ

মাটিরাঙ্গা প্রতিনিধি

২৩ মার্চ ২০২৩, ০৪:০৭ এএম । আপডেটঃ ২৩ মার্চ ২০২৩, ০৪:১৩ এএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রমজানের আগেই দ্রব্রমূল্য সহনীয় রাখতে বাজার মানিটরিং এ নামছে মাটিরাঙ্গা থানা পুলিশ। 

বৃহস্পতিবার ২৩ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত মাটিরাঙ্গা পৌর শহরে অবস্থিত দোকানগুলোতে অভিযান পরিচালনা করে বাজার মানিটরিং করা হয়।

বাজার মনিটরিং এসহকারি পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মো: সালেহ'র নেতৃত্বে, মাটিরাঙ্গায় থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জাকারিয়া এসময় উপস্থিত ছিলেন। 

অর্ধদিন ব্যাপী অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে মুল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার মজুদ এবং পণ্য সরবরাহ পরিস্থিতি তদারকী করা হয়। 

সহকারি পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মো: সালেহ বলেন, দ্রব্রমূল্য সহনীয় পর্যায়ে রাখতে পুরো রমজান জুড়ে বাজার মানিটরিং অব্যাহত থাকবে। অতিরিক্ত দাম রাখায় কেহ যদি অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.