× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় কৃষকদের মাঝে সার, ধান ও পাটবীজ বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি

২৩ মার্চ ২০২৩, ০৯:১৯ এএম

গাইবান্ধা সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে কৃষকদের মাঝে সার-পাট ও ধানবীজ বিতরণ করা হয়েছে ।

এতে  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর আসনের  সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।

এসময় হুইপ গিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবার স্বপ্নপূরণে ও সাধারণ জনগণের জীবন-মান উন্নয়নে নিরলভভাবে কাজ করেছে যাচ্ছে। কৃষিতে বিভিন্ন ধরণের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নসহ সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে। তাই আগামী দিনে নৌকার কোন বিকল্প নেই।  

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদৎ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুন মিয়া, রাজিয়া তরফদার প্রমুখ। 

 অনুষ্ঠানে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে আউস ধানবীজ, পাটবীজ ও সার বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.