× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে চড়া দামে ফল বিক্রি করায় জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

২৪ মার্চ ২০২৩, ০৮:১০ এএম

নোয়াখালীর সদর উপজেলায় চড়া দামে ফল বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চারটি ফল দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অতিরিক্ত দামে পোল্ট্রি মুরগী বিক্রি করায় ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। 

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে  জেলা শহরের পৌর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়,  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে/স্বাভাবিক রাখতে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এসময় চড়া দামে ফল, খেজুর বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় ইসমাইল ফল বিতানকে এক হাজার টাকা, রায়হান ফল দোকানকে দুই হাজার, পূর্ণিমা এন্টারপ্রাইজকে এক হাজার  এবং ইনসাফ এন্টারপ্রাইজকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অতিরিক্ত দামে পোল্ট্রি মুরগী বিক্রির দায়ে অহনা পোল্ট্রিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। 

মো. কাউছার মিয়া বলেন, মাহে রমজানকে কেন্দ্র করে চড়া মূল্যে ফল বিক্রি ও মূল্য তালিকা যথাযথভাবে  প্রদর্শন না করায় এসব জরিমানা করা হয়েছে। পাশাপাশি  ভবিষ্যতে বেশি দামে পণ্য বিক্রি না করতে নির্দেশনা দেয়া হয়েছে। 

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী ও সুধারাম মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.