× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনার নেতৃত্বে দেশ দেউলিয়া হবে না : নাছিম

মাদারীপুর প্রতিনিধি

১৬ এপ্রিল ২০২৩, ০১:৪৯ এএম

শেখ হাসিনার নেতৃত্বে কোনোদিনও দেশ দেউলিয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শনিবার বিকালে মাদারীপুরে আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের উদ্যোগে পাকদী জুলিও কুরি উচ্চ বিদ্যালয় মাঠে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, “করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ্ব অর্থনীতিতে সংকট দেখা দিয়েছে। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে। পাকিস্তানসহ আরও অনেক দেশ দেউলিয়া হওয়ার পথে।

“বাংলাদেশ একমাত্র দেশ। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।”

যতদিন পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ততদিন মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন বলে আওয়ামী লীগের এ নেতা জানান।

আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের উপদেষ্টা ফজলুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.