× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলছড়িতে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ

ভ্রাম্যমাণ প্রতিনিধি, গাইবান্ধা

১৬ এপ্রিল ২০২৩, ১২:১০ পিএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা কমিউনিস্ট লীগের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুদ্ধ নয়, শান্তি চাই শ্লোগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালিরবাজার বটতলা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সংগঠনের উপজেলা সম্পাদক আব্দুল্যাহ সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা সম্পাদক রেবতী বর্মন, গোলাম মোস্তফা, অনিল বর্মন, ইউনুস আলী, খলিলুর রহমান, উত্তম বর্মন প্রমুখ। 

বক্তারা বলেন, ‘আজকে মার্কিন গোপন নথি প্রকাশের মধ্যদিয়ে এটা প্রমাণিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে সৃষ্টি হয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদসহ ন্যাটো যুদ্ধ জোটের অস্ত্র বিক্রয়ের বলি হয়েছে ইউক্রেন। ন্যাটো সামরিক জোট বন্ধ করা ছাড়া বিশ্বে শান্তি আসবে না। মার্কিন পৃষ্টপোষকতায় যুগযুগ ধরে ফিলিস্তিনি ইসরাইলে আগ্রাসন বন্ধ করে পূর্ণ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।’

তারা আরও বলেন, ‘রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে পৃথিবীর আটশত কোটি মানুষের শান্তি ফিরাতে হবে।’


Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.