× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খুলে দেওয়া হয়েছে নিউমার্কেট

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২৩, ০২:৫৭ এএম । আপডেটঃ ১৬ এপ্রিল ২০২৩, ০৩:৪৪ এএম

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে আগুনের ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেটের সব দোকান বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে রোববার (১৬ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেটের মূল মার্কেট খুলে দেওয়া হয়েছে। 

তবে এখনও বন্ধ রয়েছে চন্দ্রিমা সুপার মার্কেট, নিউমার্কেট ও ক্ষতিগ্রস্ত নিউ সুপারের আশপাশের মার্কেটগুলো।

রোববার সকাল থেকে গাউছিয়া মার্কেট, নূরজাহান মার্কেট, গ্লোব শপিংমল এই মার্কেটগুলো খুলতে দেখা গেছে। এছাড়া পূর্ব দিকে ফুটপাতেও সারি সারি চৌকি বসিয়ে ব্যবসা করছেন হকাররা।

চন্দ্রিমা মার্কেটের নিচতলার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা মার্কেট খোলার জন্য অপেক্ষা করছি। মালিক সমিতির নির্দেশনা পাওয়া মাত্র মার্কেট খুলবো। ওপরে সমিতির বৈঠক চলছে।’

নিউমার্কেট দোকান মালিক সমিতির সহ-সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘নিউমার্কেটের এখানে পৃথক ব্লকে পাঁচটি মার্কেট রয়েছে। সব মার্কেটের সমিতি ও ম্যানেজমেন্ট আলাদা। রবিবার সকাল থেকে মূল মার্কেট খোলা হয়। তবে অন্য মার্কেট খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা জানা নেই।’

এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রবিবার সকাল ৯টায় আগুন পুরোপুরি নির্বাপিত হয়। 

নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে (দক্ষিণ) অগ্নিকাণ্ডের পর গতকাল (শনিবার) ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল। অবশেষে আজ (রোববার) নিউমার্কেট এলাকার সড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। 

রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে দশটায় সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। 

নিউমার্কেট এলাকার মিরপুর সড়ক উন্মুক্ত রয়েছে। সড়কটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে।

নিউমার্কেটে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলেন, নিউমার্কেটের আগুন নিভে যাওয়ায় রাস্তাঘাট খুলে দেওয়া হয়েছে।

এর আগে, শনিবার অগ্নিকাণ্ডের পর ইডেন গেট থেকে সায়েন্স ক্লাব মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময় আজিমপুর থেকে ছেড়ে আসা গাড়ি কাটাবন মোড় হয়ে সাইন্স ক্লাবের পাশ দিয়ে বের হয়।


আরও পড়ুন

নিউ সুপার মার্কেটের আগুন সম্পূর্ণ নির্বাপিত : ফায়ার সার্ভিস

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.