× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহে শিশু হত্যা মামলায় যুবকের ফাঁসি

ঝিনাইদহ প্রতিনিধি

১৬ এপ্রিল ২০২৩, ০৫:৫৪ এএম

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৭ বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক আব্দুল মতিন এ রায় দেন।

মৃত্যুদন্ডাপ্রাপ্ত আসাদুল ইসলাম (৩৫) কাপাশহাটিয়া গ্রামের আরিফুল হকের ছেলে।

রাষ্ট্রপক্ষের সহকারী পিপি অজিত কুমার বিশ্বাস জানান, ২০১৩ সালের ১২ জুলাই হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে আসাদ বাড়ির পাশের বাগানে খেলা করছিল। এরপর আর সে বাড়িতে ফেরেনি। ঘটনার ৬ দিন পর গ্রামের পাটখেত থেকে তার অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় নিহতের মা আরজিনা খাতুন বাদী হয়ে পরদিন ১৯ জুলায় পাঁচজনকে সন্দেহজনক আসামি করে হরিণাকুন্ডু থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত চলাকালে আসাদুল ইসলামকে গ্রেপ্তার করে। এরপর সে হত্যার কথা স্বীকার করে  আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা নিরব হোসেন ২০১৪ সালের ১৭  জানুয়ারি শুধু আসাদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসাদুলকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। 

অজিত কুমার বিশ্বাস জানান, শিশু আসাদকে ধর্ষণ করতে পাটখেতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.