× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রানা প্লাজা ধসের এক দশক

সাভার প্রতিনিধি

২৪ এপ্রিল ২০২৩, ১৭:১৬ পিএম

রোববার সন্ধ্যায় ও সোমবার সকালে রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে নিহতের স্মরণ করেছে বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ ছাড়া আহত শ্রমিক ও হতাহতদের পরিবারের সদস্যরাও বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় স্মৃতিচারণা করেন আহত শ্রমিক ও স্বজনরা।

আহত শ্রমিক আয়শা বেগম জানান, ভয়াবহ এ ধসে পড়া ভবনের ভিমের নিচে চাপা পড়েছিলেন তিনি।  মেরুদণ্ডের হাড় ভেঙেছিল তার। এখন অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না। কষ্ট হলেও নিহতদের স্মরণে তিনি ফুল দিতে এসেছেন রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে।

এর আগে রোববার সন্ধ্যায় রানা প্লাজার অস্থায়ী শহীদ বেদিতে মোমবাতি জালিয়ে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা জানায় তাদের পরিবার, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

সংগঠনগুলোর মধ্যে ছিল গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ), ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট, ল্যাম্পপোস্ট, গণমুক্তির গানের দল, রানা প্লাজা ভিকটিম এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, রানা প্লাজা সারভাইভারস অ্যাসোসিয়েশন, রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়নসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠন।

পরে বিভিন্ন শ্রমিক সংগঠন রানা প্লাজার সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় তারা অবিলম্বে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে শ্রমিকরা কর্মস্থলে যোগ দেওয়ার পরপরই সাভার বাস স্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের বহুতল ভবনটি ধসে পড়ে। এতে এক হাজার ১৭৫ জন শ্রমিক নিহত এবং দুই হাজারেরও বেশি আহত হন। যা বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.