ফেনীতে মোটরসাইকেল দূর্ঘটনায় আফতাব হোসেন (২১) নামের এক এসএসসি পরীক্ষার মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে জেলার ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের কাশিপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফতাব ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের নিজপানুয়া গ্রামেরআমজাদ হোসেন সুমনের ছেলে ও ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আফতাব মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে ছাগলনাইয়া যাচ্ছিল। কাশিপুর রাস্তার মাথায় পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় সে।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পারে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।