× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

২৪ এপ্রিল ২০২৩, ১৮:৩২ পিএম

চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে মো. পারভেজ আহম্মেদ দেলোয়ার (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শাহরাস্তি এবং হাজীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার ওয়ারুক রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পার্শ্ববর্তী  কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মহীন উদ্দিন ও সাদ্দাম হোসেনসহ কয়েকজন সাংবাদিকদের বলেন,  ঘটনার সময়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা, সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের দিকে প্রবেশ করছিল।
ঐ সময় ছাদে অন্য যাত্রীর সঙ্গে দেলোয়ারও ছিল। হঠাৎ সে ছাদ থেকে পড়ে যায়। এতে তার দেহ কয়েক খণ্ড হয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাটি চাঁদপুর জিআরপি থানা পুলিশকে জানানো হয়।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। উদ্ধার কার্যক্রম শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.