× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেঘনায় আগ্নেয়াস্ত্র ও ৩৪ লাখ টাকাসহ ৭ ডাকাত আটক

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

০৩ মে ২০২৩, ১৬:২৪ পিএম

মুন্সিগঞ্জে গরুর ট্রলারে ডাকাতি করে নদীপথে পালানোর সময় ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও নগদ ৩৪ লাখ টাকাসহ ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ ৷

গতকাল মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় মুন্সিগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয় ৷

মেঘনা নদীতে নিয়মিত টহলের সময় ডাকাত সন্দেহে নৌপুলিশের টিম ডাকাতদের ধাওয়া করলে তারা স্পিডবোট থেকে নদীর তীরে নেমে দৌড়ে গ্রামের মধ্যে ঢুকে পড়ে ৷ এসময় এলাকাবাসী তাদের ঘেরাও করে ফেলে৷ পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে ৭ ডাকাতকে আটক করে ৷

এসময় নৌপুলিশ, ডিবি সদর থানা পুলিশ ঘটনাস্থল এসে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড কার্টুস, ৩৩ লাখ ৯৩ হাজার টাকা ও ডাকাতিতে ব্যবহৃত স্পিডবোট ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করেন ৷

আটককৃত ডাকাতরা হলো শরীয়তপুর জেলার নড়িয়া থানার চেরাগ আলী বেপারী কান্দির  মো. মোবারকের ছেলে রহমান ৩৮, সিলংকর গ্রামের মৃত রহমত আলী বেপারীর ছেলে মো. এবাদুল (৩৫), মতলব উত্তর উপজেলার মোহনপুরের  মো. আজমের ছেলে মো. তাজুল ইসলাম (৩০), মুন্সিগঞ্জ জেলার কান্দিপাড় গ্রামের মো. মোতালেবের ছেলে মো. মেহেদী (২৫), নারায়ণগঞ্জ জেলার সোমারগাঁও থানার শোলপাড়া গ্রামের রফিকের ছেলে শাহীন (৩৫)  এবং মুন্সিগঞ্জের চরবাংলাগ্রামের মো. চুন্নু দেওয়ানের ছেলে মো. সিহাব (২২) ৷

ডাকাতদের ধরতে অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান ও তার সংগীয় ফোর্স এবং শরীয়তপুর জেলার নড়িয়া থানার মাঝিরঘাড নৌপুলিশ ও মুন্সিগঞ্জ জেলার চর আব্দুল্লাপুর নৌপুলিশ ৷

চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, এ ঘটনায় আরও ১৩ ডাকাত পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে ৷

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.