× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

রংপুর ব্যুরো

০৩ মে ২০২৩, ১৯:৩৯ পিএম

রংপুরের তারাগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রুবিয়া বেগম (৫৫)। তিনি ঘনিরামপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। বাড়ির উঠানে রান্না করার সময় অগ্নিদগ্ধ হন তিনি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রুবিয়া বেগম বাড়ির উঠানে রান্নার চুলার পাশে অগ্নিদগ্ধ হয়ে পড়ে ছিলেন। এ সময় বাড়িতে কেউ ছিল না। প্রতিবেশি মুন্নী বেগম রুবিয়াকে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রংপুর মেডিকেল কলেজের চিকিৎসকেরা রুবিয়ার অগ্নিদগ্ধে ঝলছে যাওয়া শরীর দেখে বেঁচে থাকার সম্ভবনা নেই জানালে তাকে সকাল ৯টার দিকে নিজ বাড়িতে নেওয়া হয়। এরপর সেখানে তিনি মারা যান। রুবিয়ার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

প্রতিবেশী মুন্নী বেগম বলেন, সকালে রুবিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখি চুলার পাশে আগুন অবস্থায় পড়ে আছেন। চিৎকার করি। আশেপাশের লোকজন আসলে আগুন নিভায়। এরপর তাকে মেডিকেলে নেওয়া হয়।

রুবিয়ার স্বামী আব্দুস সামাদ বলেন, মোর বউ তিন বছর ধরি অসুখোত ভোগোছে। কিছু দিন ধরি বেশি অসুস্থ হয়্যা পড়ে। আজই সকালে ঘুম থাকি উঠি বউয়োক বাড়িত থুইয়া বাজার গেছুন চা খাবার। আসি শোনোং চুলার আগুনোত পুড়ি গেইছে। হাসপাতালোত নিয়াও বাঁচাবার পানু না।

তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে পুলিশ তা তদন্ত করবে। তবে পরিবার বলেছেন ওই নারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। তাকে রান্না করতে দেওয়া হয়নি। স্বামী তাকে বাড়িতে রেখে বাজারে গেলে তিনি চুলায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হন।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.