× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে জোড়া খুনের ঘটনায় আরেক আসামি রিমান্ডে

লক্ষ্মীপুর প্রতিনিধি

০৮ মে ২০২৩, ২০:৫৯ পিএম

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলার আসামি তারেক আজিজের পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল কবীর এ নির্দেশ দেন।

গ্রেফতার তারেক সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের রফিক উল্যার ছেলে। তিনি এ হত্যা মামলার ১০ নম্বর আসামি।

নিহতের স্বজনদের অভিযোগ, আসামি তারেক মোবাইল ফোনে কল করে যুবলীগ নেতা নোমানকে নাগেরহাটের দিকে আসতে বলেছেন। নাগেরহাটের দিকে যাওয়ার পথেই নোমান ও তার অপর সঙ্গী ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি করে হত্যা করে দুবৃর্ত্তরা। আটক তারেক এ মামলার প্রধান আসামী আবুল কাশেম জিহাদীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, রোববার তারেককে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

হত্যা মামলায় এ পর্যন্ত ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ৮ জন ও অজ্ঞাতনামায় ৪ আসামিকে গ্রেফতার করা হয়। মামলার আসামি দেওয়ান ফয়সাল ও কদু আলমগীর হত্যার ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, এর আগে গেলো মাসের ২৫ এপ্রিল (মঙ্গলবার) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দারবাজার এলাকায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবকে গুলি করে হত্যা করা হয়। পরদিন রাতে নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.