বুধবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে ১০কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ৷
জানা যায়, মতলব উত্তর থানার ষাটনল ইউনিয়নের কালিপুর বাজার থেকে ঢাকার শাহজাহানপুর পানির ট্যাংকি রেলওয়ের কলোনী কামালের বাসার ভাড়াটিয়া মনির হোসেনের স্ত্রী নার্গিছ আক্তার (৫৫), রনির স্ত্রী শিরিন আক্তার (৩০)কে দশ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ, মোঃ মহিউদ্দিন বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। যাকেই মাদকের সাথে সম্পৃক্ত পাওয়া যাবে তাকেই আটক করে আইনের আওতায় আনা হবে।