× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুরুদাসপুরে আম বাগান থেকে বৃদ্ধ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

১১ মে ২০২৩, ১৫:১২ পিএম

নাটোরের গুরুদাসপুরের একটি আম বাগান থেকে একরামুল হক নামে এক বৃদ্ধ ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১০টার দিকে উপজেলা ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু গ্রামের আফছার উদ্দিনের আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত একরামুল হক ধীর্ঘ দিন ধরেই পরিবার নিয়ে উপজেলার চাঁচকৈড় মধ্যেপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ও স্থানীয়রা জানান, বৃদ্ধ ভ্যান চালক একরামুল হক গতকাল বুধবার বিকেলে তার ধানের জমি দেখতে বাড়ী থেকে বের হয়। এরপর সে রাতে আর ফিরে আসেনি। পরিবারের লোকজনসহ স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পায়নি।
আজ সকাল ৭টার দিকে স্থানীয়রা আম বাগানের মধ্যে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরী করে। পরে ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হলে তারাও ঘটনাস্থলে পৌঁছে মরদেহের আশেপাশের আলামত সংগ্রহ করেন এবং মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা প্রচন্ড গরম সহ্য করতে না পেরে তিনি ভ্যানটি রেখে আম বাগানে বিশ্রাম নিতে গিয়ে হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.