× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জে মসজিদের ইমামের প্রতি হামলার প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

১১ মে ২০২৩, ১৫:৪৭ পিএম

কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ইমাম ও স্বল্পমারিয়া নূর জামে মসজিদের বর্তমান ইমাম হযরত মাওলানা আকরাম হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করেছে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সল্পমারিয়া নূর জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারণে সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, মারিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার এবি সিদ্দিক, কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আল মোহাম্মদ মোস্তফা, কিশোরগঞ্জ জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাছির উদ্দিন, সমাজ সেবক আলমগীর হোসেন, মাজহারুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০২২ সন থেকে উল্লেখিত সন্ত্রাসিরা ইমাম আক্রাম হোসেনের উপর বেশ কয়েকবার আক্রমনের চেষ্টা করে কিন্তু আক্রমনে ব্যার্থ হওয়ায় গত ৩ মে দিবাগত রাতে  এশার নামাজ শেষে একদল চিহ্নিত সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে মারাত্ম জখম করে। ইমামের প্রতি এ হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মানববন্ধন শেষে জেলা পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.