× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জে জটিল রোগীদের মাঝে আর্থিক সহায়তা

সিরাজগঞ্জ প্রতিনিধি

১১ মে ২০২৩, ১৮:২০ পিএম

সিরাজগঞ্জে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা কর্মসূচীর চেক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে.  শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত।
তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা  সরকার স্বাস্থ্যসেবাতে উন্নতি করে আসছেন। এবং জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। তাই দেশের গরীব, দুখী,অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার  জন্য এভাবে মানুষের পাশে থাকার জন্য, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও উন্নয়নের  ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। 
এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক   মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. কে. এম হোসেন আলী হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন  প্রমুখ। 
স্বাগত বক্তব্যে রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের  উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম।  
এসময়ে আরো উপস্থিত ছিলেন,  জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান ও মো. মনিরুল ইসলাম। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন,  সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. সোহেল রানা। 
অনুষ্ঠানে সদর উপজেলার ও পৌরসভার আওতাধীন উপকার ভোগী ১০৮ জন রোগীকে  প্রতি জনকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.