× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীঘিনালায় প্রতিবন্ধীর মাঝে সেনাবাহিনীর অর্থ সহায়তা

দীঘিনালা প্রতিনিধি

১১ মে ২০২৩, ১৮:২২ পিএম

খাগড়াছড়ির দীঘিনালায় দুস্থ ও অসহায়  প্রতিবন্ধী এক ব্যক্তির মাঝে নগত অর্থ সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১১ মে) সকালে দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোন সদরে এ অনুদান বিতরণ করা হয়। এ সময় সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজ, পিএসসি এর পক্ষে অনুদান বিতরণ করেন জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন এম এ মোমেন শিহাব।

নগত অর্থ সহায়তা পেয়ে বেতছড়ি এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, ‘আমি প্রতিবন্ধি মানুষ। আমার দুইপা নেই। সেনাবাহিনী আমাকে নগত অর্থ সহায়তা দেওয়ায় বসত বাড়ি তৈরি করতে পাড়বো। বর্ষার মাসে পরিবার নিয়ে ঘরে মাথাগুজার ঠাই হবে।’ 

অনুদান বিতরণকালে দীঘিনালা সেনা জোনের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন এম এ মোমেন শিহাব বলেন, ‘দীঘিনালা সেনা জোন সবসময় মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। আগামী দিনেও মানুষের সহযোগিতায় সেনাবাহিনীর এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার (ভারপ্রাপ্ত)  এসএম আব্দুল মান্নান।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.