ওমানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছেন। এসময় অপর একজন গুরুতর আহত হয়েছেন। তাদের দুজনের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের চর ফলকন গ্রামে।
নিহত আহাদ (৩৭) চর ফলকন গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং আহত ছিদ্দিক (৩২) আবু তাহেরের ছেলে। তারা সর্ম্পকে মামাতো-ফুফাতো ভাই।
বৃহস্পতিবার (১১ মে) স্থানীয় সময় ভোর ৬টার দিকে ওমানের ইবরি জেলার আল ইকরী এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে অপর এক প্রবাসী তাদের পরিবারের নিকট ফোনে ঘটনাটি জানায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ফলকন ইউনিয়নের ইউপি সদস্য ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন।
আহাদের বাবা আব্দুর রশিদ জানান, আহাদ ও ছিদ্দিক দুইজনে ওমানে রং মিস্ত্রির কাজ করে। সকালে রং কেনার জন্য তারা ওমানের আল আকরী থেকে ইবরি শহরে যাচ্ছিল। এসময় রাস্তা পারাপারের সময় ট্রাফিক সিগনালে তাদের টেক্সিকে একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলে আহাদ মারা যায়। গুরুতর আহত হয় ছিদ্দিক। তার অবস্থা আশঙ্কাজনক। আইসিইউতে তার চিকিৎসা চলছে।
ওমানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দ্রুত আহাদের লাশ দেশে আনার ব্যবস্থা ও আহত ছিদ্দিকের সুচিকিৎসা এবং ক্ষতিপূরণ দাবি করছেন তাদের পরিবার।