× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে লবণ প্রক্রিয়াজাত করায় জরিমানা

কক্সবাজার প্রতিনিধি

১১ মে ২০২৩, ০৯:১১ এএম

অস্বাস্থ্যকর পরিবেশে লবণ প্রক্রিয়াজাত করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে মোবাইল কোর্ট অভিযানে। বুধবার (১০ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নে বিসিক শিল্প এলাকার লবণ ফ্যাক্টরিগুলোতে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। 

মোহাম্মদ জাকারিয়া জানান- অভিযানে ওজন পরিমাণ ও মানদন্ড আইন ২০১৮ এবং অস্বাস্থ্যকর পরিবেশে লবণ প্রক্রিয়াজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় অপরাধ আমলে নিয়ে সালমা সল্ট ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা, মিল্লাত সল্ট ক্রাশিং মিলকে  ৪০ হাজার টাকা এবং রিয়াদ সল্ট ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ২০ হাজার  টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এসময় মোবাইল কোর্টকে প্রসিকিউশন দিয়ে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই কক্সবাজার কার্যালয়ে উপ-পরিচালক মিঞা মো. আশরাফুল আলম  এবং কক্সবাজার সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পাল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.