× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

১১ মে ২০২৩, ২০:৪০ পিএম

রামপালে মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ওসি এস, এম আশরাফুল আলম মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় ওসি'র কক্ষে উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর  হোসেনের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার, ডেপুটি কমান্ডারগন থানায় উপস্থিত হলে অফিসার ইনচার্জ তাদের স্বাগত জানান।

এসময় ওসি আশরাফুল আলম বলেন, বীর মুক্তিযোদ্ধাগণের আগমনে রামপাল থানা ধন্য ও সম্মানিত হয়েছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। এরপর তিনি মুক্তি যোদ্ধাদের বীরত্ব ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। রামপাল থানার আইন শৃঙ্খলা রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় মুক্তিযোদ্ধাগণ আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.