× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনে অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না : কবিতা খানম

১১ ডিসেম্বর ২০২১, ১৫:০৫ পিএম

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ভোট মানুষের পবিত্র আমানত, তা যেন কোনোভাবে খেয়ানত না হয়। নির্বাচনে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে স্বাধীনভাবে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে। নির্বাচনে যেকোনো ধরনের বেআইনি কাজে জড়িয়ে পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চেয়ারম্যান পদে প্রার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কবিতা খানম বলেন, নির্বাচন সুষ্ঠু হবে, অসুষ্ঠু নির্বাচন আমরা কেউ চাই না। আপনারা প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করেন আপনার কথা দিয়ে ভালোবাসা দিয়ে। শক্তি দিয়ে নয়, টাকা দিয়ে নয়, আপনার কাজ দিয়ে। ভয় দেখিয়ে কোনো কিছু পাওয়া যায় না।

জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম ফজলুল কাদের, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.