× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেরানীগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিপুন রায়সহ আহত ৩০

কেরানীগঞ্জ প্রতিনিধি

২৬ মে ২০২৩, ১২:২৪ পিএম । আপডেটঃ ২৬ মে ২০২৩, ১৬:১৪ পিএম

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। বর্তমানে নিপুণ রায় রাজধানীর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।

তিনি বলেন, আমাদের সমাবেশ চলাকালীন স্থানীয় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের হামলায় নিপুণ রায়সহ আমাদের ২০ থেকে ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

চলমান সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় কেরানীগঞ্জের জিনজিরায় বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ শুরু করে। অন্যদিকে একই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে অবস্থান নিলে দুই দলের নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.