× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এন‌জিওর ঋ‌ণের বোঝা সইতে না পেরে ভ্যানচালকের আত্মহত্যা

ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধি

২৬ মে ২০২৩, ১৮:০০ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলার ভ্যানচালক মো. ইউসুফ আলী মৃধা (৪৫) এন‌জিওর ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা ক‌রে‌ছেন বলে জানা গেছে।

নিহত ইউসুফ আলী উপজেলার পৌর এলাকার সারদল গ্রামের হাকিম মৃধার ছেলে। তার তিনটি কন্যাশিশু রয়েছে।

জানা গেছে, ইউসুফ আলী মৃধা বৃহস্পতিবার (২৫ মে) রাতে বাড়িতে না ফেরায় আজ (২৬ মে) সকালে তার পরিবারের লোকজন খুঁজতে বের হলে তার নিজ বসতঘরের পাশের কৃষি জমিতে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায়। এ সময় তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। পরে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনের ধারণা তিনি বিষাক্ত কিছু পান করেছেন।

নিহতের ভাই ইউনুস মৃধা বলেন, আমার ভাই বিভিন্ন এনজিও থেকে প্রায় তিন লক্ষাধিক টাকা ঋণ নিয়ে নিজের বসতঘর তৈরি করার কাজে খরচ করেছেন। এছাড়া আরও কিছু জায়গা থেকে বেশ কিছু টাকা ঋণ নেন। এসব নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন। এছাড়া বৃহস্পতিবার বিকালে বেশ কয়েকজন এনজিও কর্মী বাড়িতে কিস্তির জন্য তার খোঁজ করেন।

এ বিষয়ে নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনা স্থ‌লে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ দিলে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.