× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে প্রতীক বরাদ্দ

কক্সবাজার প্রতিনিধি

২৬ মে ২০২৩, ১৮:৫৫ পিএম

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে।

শুক্রবার (২৬ মে) কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন তার সম্মেলন কক্ষে এসব প্রতীক বরাদ্দ দেন। 

এসময় সহকারী রিটার্নিং অফিসার শিমুল শর্মা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকগণ উপস্থিত ছিলেন।

এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী নৌকা প্রতীক, নাগরিক কমিটির মনোনীত স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মাসেদুল হক রাশেদ নারিকেল গাছ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া হেলমেট প্রতীক, স্বতন্ত্র প্রার্থী জোসনা হক মোবাইল ফোন প্রতীক এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মো. জাহিদুর রহমান হাতপাখা প্রতীক পেয়েছেন।

জোসনা হক অপর হেভিওয়েট স্বতন্ত্র মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদের স্ত্রী।

রিটার্নিং অফিসার এসএম শাহাদাত হোসেন নির্বাচনী আচরণ যথাযথভাবে প্রতিপালন করার জন্য প্রতীক বরাদ্দের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি অনুরোধ জানান।

একইদিন ১৬ জন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ও ৫৬ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

আগামী ১২ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। কক্সবাজার পৌরসভায় মোট ৯৫ হাজার ৩৮৬ জন ভোটার রয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.