পুলিশ সুপার জয়পুরহাট ১ম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট (বিলো ২০০০) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) সকালে পুলিশ লাইনের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আ' লীগের সহ-সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু প্রমুখ।
দাবা টুর্নামেন্টে দুই দিনব্যাপী চলমান থাকবে। বাংলাদেশ ভারতসহ ১১০ জন দাবারু অংশ গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।