× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকীতে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি

২৬ মে ২০২৩, ২০:১৮ পিএম । আপডেটঃ ২৬ মে ২০২৩, ২০:১৯ পিএম

পটুয়াখালীর দুমকিতে হনুফা বেগম (৪৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে।  

বৃহস্পতিবার রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তাষদি গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত হনুফা একই এলাকার মজিবর মুন্সির স্ত্রী।

ঘটনা সূত্রে জানা যায়, পুত্র ও পুত্রবধূকে নিয়ে মামলায় জড়িয়ে গেলে আর্থিকভাবে পরিবারটি ভেঙ্গে পড়ে । এ নিয়ে ঘটনার দিন স্বামী ও ভাশুরের সাথে বাকবিতন্ডা হয়। এ অভিমানে ২৫ মে বৃহস্পতিবার ভোরে ঘরে রক্ষিত  ফসলে ছিটানো  বিষপান করে। অসুস্থ হয়ে পড়লে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় মারা যায়।  

মৃতের ভাশুর আবুল মুন্সি জানান, ছেলে ও ছেলের বউকে নিয়ে ঝামেলার কারণে আত্মহত্যা করেছে। 

মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি।  যতটুকু জেনেছি পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার বলেন,  বিষয়টি জেনেছেন  তবে কেউ থানায় অভিযোগ করেনি।  লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.