চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ৷
বৃহস্পতিবার (২৯ জুন) চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং মোহনপুর পর্যটনের সিইও কাজী জাফর রহমান ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট সমাজসেবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লিগণ।

মোহনপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ ও মোহনপুর কেন্দ্রীয় কবরস্থানের কবরবাসী ও সারা বিশ্বের কবরবাসীর মাগফেরাত কামনায় কবরবাসীর জন্য দোয়া পরিচলনা করেন মুফতি ছোলাইমান আহাম্মেদ ৷
ঈদের নামাজ আদায় শেষে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,বিশিষ্ট সমাজসেবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লিগণ মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের বাড়িতে কাজী পরিবারবর্গের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসলে তাদের উদ্দেশ্যে সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং মোহনপুর পর্যটনের সিইও কাজী জাফর বলেন, ‘ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক- আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।’
পবিত্র ঈদুল আজহার এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন তিনি।
এদিকে, কাজী পরিবারের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় ৷ মধ্যাহ্নভোজে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট সমাজসেবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেন ৷