× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা-১৭ আসন নির্বাচন ঘিরে নিরাপত্তাবলয়ে গুলশান-বনানী

হালিম মোহাম্মদ

১৫ জুলাই ২০২৩, ১৮:৫২ পিএম

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ সোমবার। এ নির্বাচন ঘিরে রাজধানীর গুলশান- বনানী ও তার আশপাশ এলাকাকে নিরাপত্তাবলয়ে নেয়া হয়েছে। সহিংস্বতা, নাশকতাসহ অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইন শৃখলা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। কিছু কিছু এলাকা গোয়েন্দাদের নজরদারি শুরু হয়েছে। বিশেষ করে কুটনৈতিক এলাকার কারণে দুতাবাস এবং স্পর্শকাতন বাসভবনগুলোর আশপাশে অতিরিক্ত গোয়েন্দা পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি র‌্যাবের নজরদারি রয়েছে।

অপরদিকে  নির্বাচনী এলাকায় কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কুটনৈতিক এলাকার প্রতিটি প্রবেশ পথে নিরাপত্তা চৌকি বসিয়ে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের দেহ এবং ব্যাগ তল্লাশী করা হচ্ছে। 

শনিবার দিনগত মধ্যরাত থেকে নিষেধাজ্ঞার পাশাপাশি তল্লাশী অভিযান চালানো হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) আতিয়ার রহমানের সই করা গণবিজ্ঞপ্তির পরই পুলিশসহ আইনশৃংখলা বাহিনী এক অভিযান শুরু করেছে।  

এদিকে ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিনগত রাত ১২টা থেকে ১৮ জুলাই দিনগত রাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকার যেসব এলাকা ঢাকা-১৭ আসনের আওতায় পড়েছে, সেসব এলাকায় মোটর সাইকেলসহ সকল গনপরিবহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। 

অন্যদিকে রোববার দিনগত মধ্যরাত ১২টা থেকে সোমবার দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকার যেসব এলাকা ঢাকা-১৭ আসনের আওতায় পড়েছে, সেসব এলাকায় বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসনসহ বিভিন্ন প্রয়োজনে বাস্তবতার নিরীখে ও স্থানীয় বিবেচনায় উল্লিখিত যানবাহন ছাড়াও একই ধরনের যেকোনো যানবাহন চলাচলের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানচলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।এ নিষেধাজ্ঞা আরোপ করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা যথাযথ কর্তৃপক্ষকে ক্ষমতা প্রদানের জন্য নির্দেশক্রমে এ বিজ্ঞপ্তিতে অনুরোধও করা হয়েছে। এবিষয়ে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার খোন্দকার ফারুক আহমেদ বলেন, ঢাকা ১৭ আসনের নির্বাচনে কোনো প্রকারের সহিংসতা বা নাশকতা বরদাস্ত করা হবে না। নির্বাচন সুষ্ট করতে এবং আইন শৃখলা পরিস্থিতি সন্তোষজনক রেখে ভোটারদের ভোট প্রয়োগের পরিবেশ সৃষ্টি করতে যা যা করতে হয়, পুলিশ তাই করবে।

হালিম মোহাম্মদ 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.