কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে নিজ বাড়িতে দুই মন্ত্রীকে দুপুরের খাবার খাইয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মোহাম্মদ হারুন-অর–রশীদ।
গতকাল বুধবার উপজেলার হোসেনপুর গ্রামে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে দুপুরের খাবার খাওয়ান তিনি।
হারুন–অর–রশিদ তাঁর ফেসবুক পেইজে উল্লেখ করেন, বুধবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্টে আসেন। এ সময় প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক তাঁদের ফুল দিয়ে বরণ করেন। পরে অতিথিদের তিনি (হারুন) তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যান।
পোস্টে ডিবি প্রধান বলেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তাঁর আত্মীয় হওয়ায় পারিবারিক মিলনমেলায় তাঁর বাড়িতে যান। এ ছাড়া রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনামন্ত্রী তাঁর আমন্ত্রণে কিছুক্ষণ তাঁর বাড়িতে অবস্থান করেন এবং দুপুরের খাবার গ্রহণ করেন।