× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজমিস্ত্রিকে কুপিয়ে জখম, থানায় মামলা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৫ পিএম

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় এক রাজমিস্ত্রিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। আহত জামশেদ আলী (৪২) জেলা সদরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় একজনের পরিচয় উল্লেখ করে থানায় মামলা করেছেন আহতের বড় ভাই আলমগীর হোসেন।

ঘটনাটি ঘটে দীঘিনালা-সাজেক সড়কের জোড়াব্রিজ নামক এলাকায় বুধবার দিবাগত রাত ১০টার দিকে। আহত জামশেদ আলী উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের লনি মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান এবং রাজমিস্ত্রির কাজ করেন।
আহত জমশেদ বলেন, ‘সাজেক থেকে ফেরার পথে জোড়াব্রিজ এলাকায় জামশেদের মোটরসাইকেল থামিয়ে অস্ত্র দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা। ঘটনার পর আরেক মটর সাইকেল চালক তাঁকে উদ্ধার করে কবাখালী বাজারে নিয়ে আসেন। 

পরে স্থানীয়দের সহযোগিতায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে জেলা সদরে প্রেরণ করেন।

দীঘিনালা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. হাবিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পগো চাকমাকে আসামী করে থানায় মামলা হয়েছে। আসামীকে ধরতে পুলিশিং তৎপরতা চলমান রয়েছে।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.