নড়াইলে ‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণ; আমাদের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) নড়াইল সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শহর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।
সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল বাশারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, সঠিক শিক্ষায় শিক্ষিত করলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করতে পারবে। জেলা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকারা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।