নাটোরের বাগাতিপাড়ায় আখ ক্ষেত থেকে এক বাদাম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বিহারকোল বাজার সংলগ্ন মহিলা ডিগ্রী করেজের পেছনের একটি আখ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত বাদাম বিক্রেতা পাশর্^বর্তী লালপুর উপজেলার চংধুপইল গ্রামের মৃত খিদিস চন্দ্রের ছেলে তপন কুমার (৪০)।
জানা গেছে, তিনি বাগাতিপাড়া পৌরসভার মালঞ্চি বাজারে বাদাম বিক্রি করতেন। বৃহস্পতিবার রাতে চা খাবার কথা বলে দোকান থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি সে। অনেক খোঁজাখুজি করে তাকে না পাওয়া গেলে শুক্রবার সকালে বাগাতিপাড়া মডেল থানায় জিডি করে তার পরিবার। এরপর ওই আখ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খাঁন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।