× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগাতিপাড়ায় আখক্ষেত থেকে বাদাম বিক্রেতার মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৮ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় আখ ক্ষেত থেকে এক বাদাম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বিহারকোল বাজার সংলগ্ন মহিলা ডিগ্রী করেজের পেছনের একটি আখ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বাদাম বিক্রেতা পাশর্^বর্তী লালপুর উপজেলার চংধুপইল গ্রামের মৃত খিদিস চন্দ্রের ছেলে তপন কুমার (৪০)। জানা গেছে, তিনি বাগাতিপাড়া পৌরসভার মালঞ্চি বাজারে বাদাম বিক্রি করতেন। বৃহস্পতিবার রাতে চা খাবার কথা বলে দোকান থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি সে। অনেক খোঁজাখুজি করে তাকে না পাওয়া গেলে শুক্রবার সকালে বাগাতিপাড়া মডেল থানায় জিডি করে তার পরিবার। এরপর ওই আখ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খাঁন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.