তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবী জানিয়ে এবং শারীরিক সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাগেরহাট জেলা বিএনপি শুক্রবার (২২ সেপ্টেম্বর) জেলা বিএনপি অফিস (থানার মোড়ে) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আব্দুর রহমান, বাগেরহাট পৌর বিএনপির আহ্বায়ক এস্কেন্দার হোসেন, জেলা কৃষকদলের আহবায়ক আসাফউদ্দৌলা জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, পৌর বিএনপির সদস্য সচিব ওবায়দুল ইসলাম জুয়েল, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, বিএনপি নেতা সাঈদ নিয়াজ হোসেন শৈবাল, মল্লিক মোবাশ্বের হোসেন রুবেল, মনিরুজ্জামান সোহাগ, এস কে সুমন প্রমূখ নেতৃবৃন্দ।
জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম তার বক্তব্যে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের রোষানলে পড়ে অসুস্থ অবস্থায় বন্দী রয়েছে। বিভিন্ন মহল থেকে তার চিকিৎসার দাবী তুললেও ফ্যাসিস্ট সরকার একটি যৌক্তিক দাবী আমলে নিচ্ছেনা। আমরা এই সমাবেশের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসা সেই সাথে সর্বগ্রাসী এই সরকারের পদত্যাগেরও দাবি জানান তিনি।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি জানিয়ে সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।