× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় তিন পুলিশসহ আহত ৭

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৮ পিএম

ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে পুলিশের পিকআপ ও বিদেশ গামী যাত্রীর গাড়ির সংঘর্ষে পুলিশ ও বিদেশগামী যাত্রীসহ ৭জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার ডাক্তার বাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। 

মৌলভীবাজার জেলার বড়লেখা থেকে ঢাকা শাহজালাল বিমানবন্দরে যাওয়ার পথে একটি প্রবোক্স গাড়ীতে একই পরিবারের চারজন রওনা দেন। ঢাকা সিলেট মহাসড়কের উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টহল পিক আপকে ধাক্কা দিলে দুটি গাড়ি দুমড়ে যায়।

প্রবোক্সে আরোহী রোমানিয়া গামী যাত্রী মৌলভীবাজার জেলার বড়লেখার উপজেলার ধর্মদীহি গ্রামের রবিন্দ্র দাসের ছেলে রাজিব দাস (২৫)তার ভাই রাজন দাস, চাচা দীলিপ দাস, ভগ্নিপতি অর্জুন দাস, অপর দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মনিরুল ইসলাম, কনষ্টেবল নূরনবী ও মিজানুর রহমান আহত হন। এর মধ‍্যে ৫ জনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদের কে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গুরুতর আহত রাজিব দাস জানান, রাত তিন টার ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমানিয়া যাওয়ার কথা ছিল। আত্বীয়রা বিমানবন্দরে নিয়ে যাওয়ার পথে এ‌ দুর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় সেসহ তার পরিবারের ৪জন গুরুত্বর আহত হয়েছে।

হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া সত‍্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনায় থানার ৩ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.