× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগাতিপাড়ায় ক্যান্সারসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহায়তা

নাটোর প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৩ পিএম

বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের অনুকূলে নাটোরের বাগাতিপাড়ায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা, এককালীন অনুদান ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের এককালীন অনুদান ও চেক বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাগাতিপাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বিভিন্ন রোগে আক্রান্ত মোট ২৭ জনের মাঝে ৬ লাখ ২৫ হাজার টাকার চেক তুলে দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ওহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্টু, উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায়, লালপুরের গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকুজ্জামান লুলু প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.