× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগঞ্জের ১০ ইউনিয়ন পরিষদসহ গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেটের উদ্বোধন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫২ পিএম

দেশকে ২০৪১ সালের মধ্যে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘২০৪১ সালে আমরা বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব।’ 

তারই ধারাবাহিগতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল হক মিজানের ব্যক্তিগত উদ্যোগে রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ফ্রী ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। 

সোমবার সকাল ১১টায় উপজেলার ৪নম্বর ইছাপুর ইউনিয়ন পরিষদে ফ্রী ইন্টারনেট সেবা উদ্বোধনকালে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সামছুল হক মিজান বলেন, ইউনিয়ন পরিষদ, হাসপাতাল, বাসটার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেবা নিতে আসা সাধারণ জনগন যেনো ভোগান্তিতে না পড়ে সেই জন্যই আমার এই উদ্যোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করেছে, সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা কাজ করে যাচ্ছি।

এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরে কাজ করে যাচ্ছে। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাবো।” স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে সবকিছু হবে। সেখানে নাগরিকরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে এবং এর মাধ্যমে সমগ্র অর্থনীতি পরিচালিত হবে। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরে তরুণ প্রজন্মকে ২০৪১ সালের স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে।

এই সময়ে উপস্থিত ছিলেন  ছিলেন, ইছাপুর ইউনিয়ন আওয়ামী প্যানেল চেয়ারম্যান আবু তাহের ক্বারী, ইউনিয়ন পরিষদ সচিব মাসুদ আলম, ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অলি ব্যাপারী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম স্বপন, ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন পাটওয়ারী, ইউপি সদস্য সবুজ বানিয়া, ফয়েজ আহম্মেদ দুখু, মিশু আক্তার, ইউনিয়ন যুবলীগের সদস্য নুর হোসেন, ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন মুন্না ও নাজমুল হোসেন, যুবলীগ নেতা হোসেনসহ ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.